সাঘাটায় ৪৮ ঘন্টা বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন অতঃপর বিয়ে।
সাঘাটা( গাইবান্ধা) প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার ঘুড়িদহ গ্রামের জিল্লুর রহমান এর একমাত্র মেয়ে মোছাঃ জিনিয়া আক্তার গত ৪৮ ঘন্টা ধরে বিয়ের দাবিতে কামালেরপাড়া ইউনিয়নের শিমুল বাড়িয়া(দহপাড়া) গ্রামে প্রেমিক মহিনের বাড়ির সিঁড়িতে অবস্থান করে। প্রথমে প্রেমিকাকে দেখে প্রেমিক মহিন ও তাঁর পরিবারের লোকজনসহ ঘর তালাবদ্ধ করে গা ঢাকা দেয়। অনেক জল্পনা কল্পনা শেষে অনশনের ৪৮ ঘন্টা পর দিবাগত রাত ৯ টার দিকে স্থানীয় বাসিন্দাদের চাপে অনশনরত ওই কিশোরীকে মেনে নিতে বাধ্য হন প্রেমিক ও তার পরিবার। পরে,দিবাগত রাতেই স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে আনুষ্ঠানিকভাবে দুজনের স্বপ্নের ভালোবাসার বিবাহ অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply