সাঘাটা বহুমূখী জনকল্যাণ সংস্থা(এস.বি.জে.এস)
নিয়োগ বিজ্ঞপ্তি
স্মারক নং০০১.২০১৮.২০২৩ তারিখঃ২৬জানুয়ারি২০২৩খ্রিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সাঘাটা বহুমূখী জনকল্যাণ সংস্থা(এস.বি.জে.এস) এর বিভিন্ন উন্নয়ন মূলক কাজ বাস্তবায়নের জন্য জরুরি ভিত্তিতে নিম্নে বর্ণিত পদে উন্নয়ন কর্মী হিসেবে গাইবান্ধা জেলায় জনবল নিয়োগ দেয়া হবে। বর্ণিত পদে নিয়োগ পেতে আগ্রহী,সৎ,পরিশ্রমী ও উদ্যমী প্রার্থীদের নিকট থেকে আবেদন পত্র আহব্বান করা যাচ্ছে।
ক্রঃ নং | পদের নাম | শিক্ষাগত যোগ্যতা | বয়স | অভিজ্ঞতা | পদ সংখ্যা | মাসিক বেতন ও ভাতা |
01 | শাখা ব্যবস্থাপক | বি,এ /অনার্স | ৩২-৪৩ | NGO কাজের কমপক্ষে ৩/৫বছরের অভিজ্ঞতা থাকতে হবে। | 0৩ | আলোচনা সাপেক্ষে |
02 | সুপারভাইজার | এইচ এস সি | ২৮-৪০ | NGO কাজের কমপক্ষে ২/৫বছরের অভিজ্ঞতা থাকতে হবে। | 0৩ | আলোচনা সাপেক্ষে |
03 | উন্নয়ন সহযোগী | এইচ এস সি | ২৫-৩৬ | NGO কাজের কমপক্ষে ২/৩বছরের অভিজ্ঞতা থাকতে হবে। | ০৬ | আলোচনা সাপেক্ষে |
NGO ওর সকল প্রকাস সুবিধা যেমন- চিকিৎসা,যাতায়াত,মোবাইল বিল সহ অন্যান্য বিল প্রদান করা হবে।
শর্তাবলী
১. সকল প্রার্থীদের শিক্ষানবিশ কাল ছয় মাসঃ প্রথম ৩মাস সরাসরি মাঠ পর্যায়ে সদস্য নির্বাচন,সমিতি গঠন,সদস্যদের সংঙ্গে সঞ্চয় ও ঋণ কার্যক্রম বাস্থবায়ন করতে হবে। পর্বতী ৩মাস সকল দাযিত্ব সঠিক ভাবে পালন ও রিপটং এবং দক্ষতা অর্জনের উপর মূল্যায়নের ভিত্তিতেস্থায়ী দায়ীত্ব ও নিয়োমিত করন করা হবে।
২.পুরুষ/মহিলা আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত, দুইকপি রঙ্গিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি,আবেদনের সকল কাগজপত্র ই-মেইল,ডাকযোগে বা সরাসরি বর্ণিত ঠিকানায় আগামী ৩১-০১-২০২৩ইং তারিখের মধ্যে পাঠানোর জন্য বলা হইলো। সকল কাগজপত্র পত্র যাচাই করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনাকে জানানো হবে। যোগাযোগের জন্য সচল মোবাইল নাম্বার ব্যাবহার করবেন।
৩. উন্নয়ন সহযোগী হিসেবে মহিলা প্রার্থীদের এবং এজিওতে কাজ করেছেন এমন ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে। এই E-mail: sbjs1461@gmail.com সকল ডুকুমেন্ট সহ আবেদন পাঠাইতে পারবেন।
বরাবর,
নির্বাহী পরিচালক,
সাঘাটা বহুমুখী জনকল্যাণ সংস্থা (SBJS)
হেড-অফিসঃ লিটন কমপ্লেক্স হাসপাতাল রোড,সাঘাটা,গাইবান্ধা।
মোবাইল নং +8801580-889711 E-mail: sbjs1461@gmail.com
বিঃদ্রঃ কোন কারন দর্শানো ব্যাতিরেকেই এই নিয়োগ বাতিল করার অধিকার অত্র সংস্থা সংরক্ষন করে।
Leave a Reply