২৪ ও ২৬ ডিসেম্বর, ২০২২ যথাক্রমে পঞ্চগড়স্থ তেতুলিয়ার ইএসডিও এর প্রশিক্ষণ সেন্টার ও জিবিকে এর দিনাজপুরের পার্বতীপুর প্রশিক্ষণ কেন্দ্রে কর্মকর্তাগণ কে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন এমআরএ এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মহোদয় জনাব মোঃ ফসিউল্লাহ্ স্যার । এসময়ে ইএসডিও এর প্রধান নির্বাহী জনাব ড. মোঃ শহিদুজ্জামান ও জিবিকে এর প্রধান নির্বাহী জনাব মোয়াজ্জেম হোসেন এবং র অথরিটি এর পরিচালক জনাব মুহাম্মদ মাজেদুল হক ও জনাব মোঃ নূরে আলম মেহেদী, উপপরিচালক জনাব মোঃ আবু বকর সিদ্দিক ও জনাব জিনাত আমান বন্যা ও সিনিয়র সহকারী পরিচালক জনাব সুমন চাকমা উপস্থিত ছিলেন।
Leave a Reply