১৯ ডিসেম্বর ২০২২ রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এর আয়োজনে জলবায়ু পরিবর্তন ও নিরাপদ অভিবাসন বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের সাথে একটি ‘জাতীয় সংলাপ’ এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম এ মান্নান, এমপি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ডা: এনামুর রহমান এমপি, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর মহাপরিচালক জনাব শহীদুল আলম এনডিসি, সাবেক অতিরিক্ত সচিব বাংলাদেশ ক্লাইমেট ট্রাস্ট ফান্ডের ব্যবস্হাপনা পরিচালক জনাব ড. মো রেজাউল হক, পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদারসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার এর নির্বাহী প্রধান জনাব এম. আবদুস্ সালাম এবং সঞ্চালনা করেন এটিএন বাংলার কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর ও সাউথ এশিয়া ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি জনাব কেরামত উল্লাহ বিপ্লব।
অনুষ্ঠানটি সহযোগিতা করে AWO International & BMZ
Leave a Reply