গাজীপুরে বাসচাপায় জাহাঙ্গীর আলম (২৭) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।”
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।”
নিহত জাহাঙ্গীর শ্রীপুর থানার পাবুরিয়াচালা গ্রামের বারেক মিয়া ছেলে। তিনি স্থানীয় পারফেট্টি বাংলাদেশ লিমিটেড পোশাক কারখানায় চাকরি করতেন।”
প্রতিদিনের মতো জাহাঙ্গীর মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার গোল্ডেন গার্মেন্টসের বিপরীতে দ্রুতগতির একটি বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়
এ বিষয়ে সালনা নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সকাল সাড়ে সাতটায় মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন ওই যুবক। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় দ্রুতগতির একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
ওসি আরও বলেন, বাসটি উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের পক্ষ থেকে কেউ অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ।”
Leave a Reply