এসইপি-এর আওতায় ল্যাপটপ ও ট্যাব বিতরণ
—————————
পিকেএসএফ ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)-এর আওতায় Result-Based Monitoring সম্পাদনের জন্য মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়নকারী সহযোগী সংস্থাগুলোর মাঝে ল্যাপটপ ও ট্যাব বিতরণ করা হয়েছে। ১ ডিসেম্বর ২০২২ তারিখে পিকেএসএফ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিত ১০টি সহযোগী সংস্থার নির্বাহী পরিচালকবৃন্দের হাতে এসব সামগ্রী তুলে দেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার এনডিসি । তিনি বলেন, প্রকল্পগুলোর টেকসহিতা নিশ্চিতকরণে শুরু থেকেই প্রয়োজনীয় তথ্য উপাত্তের সংরক্ষণ ও প্রচারণা পদ্ধতি জোরদার করতে হবে। এক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার প্রকল্পের পরিবীক্ষণ কার্যক্রমকে অধিকতর সুসংহতকরণে বিশেষ ভূমিকা রাখে।
Leave a Reply