আহবান..
নুরে আলম সিদ্দিকী।
কল্যাণের পথে এসো সবাই
মুয়াজ্জিনের আহবান,
ভালোর জন্য আলোর পথে
গড়ি সুন্দর প্রাণ।
ঘুম হইতে অতি উত্তম
নামাজ খানা ভাই,
নামাজ হলো আসল ধন
ইহার তুলনা নাই।
নামাজ হলো আসল চাবি
অন্ধকারের বাতি,
নামাজ হবে পরকালের
জীবন সঙ্গী সাথী।
নামাজ পড়লে অন্তর হবে
শান্তির শীতলতা,
বিপদ গুলো মুক্তি হয়ে
দূর হয় কুটিলতা।
নামাজ পড়লে মনের দাগ
হবেই পরিস্কার,
পরকালের জান্নাত হবে
আসল পুরস্কার।
প্রকৌশল সহযোগিতায়: মোঃ বেলাল হোসেন
Leave a Reply