সাঘাটা উল্লবাজার গোল চত্বরে মহানবী(সাঃ)-কে নিয়ে কটূক্তি ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে,বিক্ষোভ ও মিছিল করেন ধর্ম প্রান মুসলমান।
সাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধিঃ ভারতে হযরত মুহাম্মদ(সাঃ)-কে নিয়ে কটূক্তি ও চরম অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে সাঘাটা উপজলোর উল্যাবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার(১০ জুন)জুম্মার নামাজ শেষে উল্যাবাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বেরিয়ে মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরে এক সমাবেশে মিলিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, প্রিয়নবী(সাঃ) ছিলেন মহান চরিত্রের গুণাবলী শুধুমাত্র মুসলমানদের জন্য নয় বরং পৃথিবীর সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে সুবিদিত। যার চারিত্রিক পবিত্রতা মহান আল্লাহ-তাআলা স্বয়ং ঘোষণা করেছেন। তাঁর চারিত্রিক মাধুর্যতায় পৃথিবী বিখ্যাত মনীষীগণ তাঁর শ্রেষ্ঠত্ব স্বীকার করেছেন। অথচ বিজেপির দুই দায়িত্বশীল কর্তৃক মহানবী(সাঃ) সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানের দুঃসাহস দেখিয়েছে,যা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে।
এর প্রতিবাদে ফুসে ওঠেছে মুসলিম রাষ্ট্রগুলো। ভারত সরকারের মদদে এরা যে ধৃষ্টতা দেখিয়েছে যা বিশ্ব সম্প্রদায়কে হতবাক করেছে।অনতিবিলম্বে এই কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় বিশ্ব মুসলিম সম্প্রদায় ভারতকে বয়কট করবে।বক্তারা আরো বলেন,বিশ্বের প্রায় সকল মুসলিম রাষ্ট্র এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ভারতীয় পণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। অনতিবিলম্বে এ কটূক্তির বিরুদ্ধে নিন্দা জানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান। বক্তারা ।
প্রকৌশল সহযোগিতায়: মোঃ বেলাল হোসেন
Leave a Reply