সাঘাটায় ঈদ উপলক্ষে দু্ঃস্থ্যদের মাঝে পোকা ধরা দুর্গন্ধ যুক্ত চাল বিতরণ।।
সাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধিঃ
ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধার সাঘাটা উপজেলায় দুঃস্থ্যদের মাঝে পোকাধরা পঁচা দুর্গন্ধ যুক্ত খাবার অনুপোযোগী চাল বিতরণ করার অভিযোগ উঠেছে।
জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে এবার উপজেলায় ১০ ইউনিয়নে ৪৪ হাজার ৪৭৫ পরিবারে মাঝে ১০ কেজি করে ভিজিএফ-এর চাল বরাদ্দ করা হয়। শনিবারের মধ্যে এসব চাল সুবিধাভোগিদের মধ্যে স্ব-স্ব ইনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ করা হয়।
গতকাল শনিবার ৬ নং ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চাল সাঘাটা ডিগ্রী কলেজ মাঠ থেকে বিতরণের সময় সরেজমিনে গেলে পোকাধরা,পঁচা,দুর্গন্ধ যুক্ত খাবার অনুপোযোগী চাল দুস্থদের মাঝে বিতরণ করতে দেখা যায়।
অনেক সুবিধাভোগী লোকজন দুর্গন্ধ চাল নিয়ে জানান,এমন চাল না দেওয়াই ভালো ছিলো। খাওয়া যাবেনা এমন চাল দিয়ে কি হবে!
এসময় ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সাথে কথা হলে তিনি জানান,ভালো চালের জন্য খাদ্যগুদামে গিয়ে অনেক চেষ্টা করেও কাজ হয়নি। বাধ্য হয়ে খারাপ চাল নিতে হয়েছে।
উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডুর সাথে কথা হলে তিনি জানান, খাদ্যগুদামে কথা বলে কোনো কাজ হয় না তারা নিজেদের ইচ্ছা মতো চাল দেন।
খাদ্যগুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) জিয়াউল হকের সাথে কথা হলে তিনি জানান,চেয়ারম্যানরা চাল বেছে বেছে নিয়ে গেছেন। বর্তমানের চাল নয়,গত সাত আট মাস আগের চাল হয়তো একটু খারাপ হতে পারে। এব্যাপরে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা শাহিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।।
প্রকৌশল সহযোগিতায়: মোঃ বেলাল হোসেন
Leave a Reply