সাঘাটায় সচেতনতামূলক দুই-দিনব্যাপী শিশু মেলা।।
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ সাঘাটায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমে (৫ম পর্যায়) ১ম সংশোধনী শীর্ষক প্রকল্পের আওতায় মঙ্গল ও বুধবার দুই-দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা তথ্য অফিস এর আয়োজনে এবং সাঘাটা উপজেলা পরিষদের সহযোগিতায় ২৪/০৫/২০২২ ইং রোজ মঙ্গলবার সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক (সার্বিক) সাদেকুর রহমান। শিশুমেলা উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশানক (সার্বিক) সাদেকুর রহমান,বিশেষ অতিথি,সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর,বিশেষ অতিথি বীরমুক্তিযোদ্ধা,গৌতম চন্দ্র মদক,ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব,স্বাগত বক্তব্য রাখেন,জেলা তথ্য অফিসার মোহাম্মদ মাহফুজার রহমান।
শিশু মেলায় প্রকল্পটির আওতায় সচেতনতার জন্য করোনাভাইরাস সংক্রমন রোধ,টিকা গ্রহন,প্রাথমিক শিক্ষাও নারীর অধিকার,অটিজম শিশুর মানসিক স্বাস্থ্য,শিশুর পানিতে ডোবা রোধ শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ,নিরাপদ মাতৃত্ব,জেন্ডার সমতা,মাদকদ্রব্যের অপব্যবহার রোধ,জঙ্গিবাদ প্রতিরোধ,বাল্য বিবাহ প্রতিরোধ,নারীর ক্ষমতায়ন,সামাজিক নিরাপত্তা কর্মসূচী সমূহ দুর্যোগকালীন নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে বর্তমান ও বিস্ময়কর দুর্লভ চিত্র প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন দুর্যোগ ও দুর্ঘটনা থেকে রক্ষার উপায় তুলে ধরার ব্যবস্থা রয়েছে।অতিথিরা আলোচনা সভা শেষে মেলার স্টল গুলো পরিদর্শন করেন।এর আগে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ অলিগলি প্রদক্ষিণ করে।
প্রকৌশল সহযোগিতায়: মোঃ বেলাল হোসেন
Leave a Reply