সাঘাটায় অটো ভ্যান চালক খুন ঘটনায় অটোসহ গ্রেফতার-২ ছিনতাইকারী।।
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
সাঘাটায় ডাকবাংলা সুজালপুর রোডে মঙ্গলবার দিবাগত রাত(১৩ এপ্রিল) আনুমানিক দেড়টায় অটো রিক্সা ছিনতাই কালে মজিবর রহমান এর পুত্র অটো চালক সাজু(৪০)খুন হয়েছে।
নিহত সাজু গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ছযঘড়িয়া গ্রামের মজিবর রহমান চেংটু মিয়ার পুত্র বলে জানা গেছে।
এ ঘটনায় সাঘাটা থানা পুলিশ ওই দিন বিকালে অটো ছিনতাইকারি দুইজনকে বগুড়ার শিবগঞ্জ থানার ডাকুমারা নামক স্থান থেকে ছিনতাই করা অটো বিক্রির সময় হাতে নাতে আটক করেছে।
আটককৃত ছিনতাই কারি হলো জুমারবাড়ি ইউনিয়নের চানপাড়া গ্রামের আমিরুলের পুত্র টিটু মিয়া(২০)ও মামুদপুর গ্রামের শাজাহান মন্ডলের পুত্র সবুজ মিয়া(২৭) বলে জানা গেছে।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান জানান, আটককৃতরা পেশাদার অটোছিনতাইকারি। তাদেরকে জিজ্ঞাসাবাদে আরো একটি অটো উদ্ধার করা হয়েছে তিনি আরো জানান,যাত্রী বেশে তারা ছিনতাই করে বলে স্বীকারোক্তি দিয়েছে।
সাঘাটা থানার তদন্ত ওসি রজব আলী,সেকেন্ড অফিসার জোবায়দুর রহমান,এস আই রবিউল অটো উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে।
সাঘাটায় অটোচালক খুন ঘটনার দুই আসামি আটক। অটো উদ্ধার
প্রকৌশল সহযোগিতায়: মোঃ বেলাল হোসেন
Leave a Reply