একযুগ পূর্তি উপলক্ষে গোবিন্দগঞ্জে ইসালামিক বই বিতরণ।।
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
অর্থ আমাদের লক্ষ্য নয় সেবাই আমাদের মূল লক্ষ্য এসো সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করি। এই প্রতিপাদ্য কে সামনে রেখে এক যুগ পূর্তি সাঘাটা উন্নয়ন সংস্থার আয়োজনে পারসোনাইডাঙ্গা ব্রীজ বাজার মডেল মাদ্রাসায় ইসলামি বই বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রিন্সিপাল,ধুন্দিয়া তালিমুল কোরআন মাদ্রাসার হাফেজ মাওঃ মোত্তালিব সরকার ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।
সাঘাটা উন্নয়ন সংস্থার সিনিয়র উপদেষ্টা ও সাংবাদিক আনোয়ার হোসেন রানা,তদন্ত বিষয়ক সম্পাদক ও সাংবাদিক খাইরুল ইসালাম,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শাকিল,সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাকিল আহেম্মদ,সিনিয়র সেচ্ছাসেবী ফরিদুল ইসলাম,সজিব হোসেন,সজিব,মাহামুদুল,সাইফুল ইসলাম,রুবেল মিয়া,রিজন,পাপন,দুরজয়,আরো অনেকেই উপস্থিত ছিলেন,
আপনিও আমাদের সাথে সার্বিক ভাবে সহযোগিতা করতে পারেন। সার্থ ছাড়া কাজ করে যাচ্ছে সমাজের পাশে সাঘাটা উন্নয়ন সংস্থা SUS পরিবার।
এই মাহে রমজানে জেলার বিভিন্ন জায়গায় আমরা কোরাআন শরীফ বিতরণ করার শপথ গ্রহন করেছি আমরা ইনশাআল্লাহ।
সাঘাটা উন্নয়ন সংস্থা SUS.
সাঘাটা, গাইবান্ধা।
প্রকৌশল সহযোগিতায়: মোঃ বেলাল হোসেন
Leave a Reply