সাঘাটায় বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।।
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
১৭ মার্চ বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে গণিত টিউটোরিয়াল হোম। উক্তো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ নাজির হোসেন পরিচালক গণিত টিউটোরিয়াল হোম। প্রধান অতিথি জনাব মোঃ মোশাররফ হোসেন (সুইট) চেয়ারম্যান ৩নং সাঘাটা ইউনিয়ন পরিষদ। উক্ত অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে দ্বায়িত্ব পালন করেন মোঃ আহসান উল কবির (দুলাল)। স্পীকার হিসাবে মোঃ মাসুদুর রহমান (সুজন)। বিচারক মণ্ডলী জনাব আনোয়ার হোসেন (রানা) সাংবাদিক যায়যায়দিন। সিরাজুল ইসলাম, বদিউজ্জামান বাবলু, নুরে আলম, আবু সাইদ,পুস্প জিৎ কুমার বর্মন।
প্রতিযোগিতার পক্ষেঃ
১। মোঃ সিহাব উদ্দিন (দলনেতা) ২। মোঃ জাকারিয়া মুন্সি ৩। মোঃ মোজাহিদ ৪। মোছাঃ তানিয়া আক্তার
বিপক্ষেঃ
১। মোঃ নাহিদ হাসান (দলনেতা) ২। মোছাঃ মালিহা আক্তার মিম ৩। রাকিব হাসান ৪। সাহেদ হোসেন
প্রকৌশল সহযোগিতায়: মোঃ বেলাল হোসেন
Leave a Reply