সাঘাটায় নবনির্বাচিত চেয়ারম্যানদের সাথে ওসি’র মতবিনিময় ও আলোচনা সভা।।
সাঘাটা(গাইবান্ধা)প্রতিনিধিঃ
৫ম ধাপে গাইবান্ধার সাঘাটা উপজেলায় ৯টি ইউনিয়নের নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানদের সাথে(১২ জানুয়ারি) বুধবার সন্ধায় থানা হলরুমে ওসি’র মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাঘাটা থানা অফিসার ইনচার্জ মতিউর রহমানের সভাপতিত্বে ও থানা তদন্ত কর্মকর্তা রজব আলী’র সঞ্চালনায় মাদক, সন্ত্রাস,জুয়া চুরি,ডাকাতি সহ বিভিন্ন অপরাধ মুক্ত রাখতে সাঘাটা উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যানদের কে রাখতে হবে আইন শৃঙ্খলা সংক্রান্ত গুরত্বপূর্ণ অগ্রনী ভূমিকা। এসময়উপস্থিত ছিলেন
১নং পদুমশহর ইউপি নির্বাচনে নবাগত চেয়ারম্যান মফিজল হক,২নং ভরতখালী ইউপি নির্বাচনে নবাগত চেয়ারম্যান ফারুক হোসেন মন্ডল আর্মি ৩নং সাঘাটা ইউপি নির্বাচনে নবাগত চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট,৪নং মুক্তি নগর ইউপি নির্বাচনে নবাগত চেয়ারম্যান আহসান হাবিব কবির লায়ন,৫নং কচুয়া ইউপি নির্বাচনে নবাগত চেয়ারম্যান লিয়াকত আলী,৭নং ইউপি নির্বাচনে নবাগত চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল,৮নং জুমারবাড়ি ইউপি নির্বাচনে নবাগত চেয়ারম্যান আমিরুল ইসলাম,৯নং কামালের ইউপি নির্বাচনে নবাগত চেয়ারম্যান সাহিনুল সাজু মাস্টার,১০নং বোনারপাড়া ইউপি নির্বাচনে নবাগত চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন,সাঘাটা থানা সাব ইন্সপেক্টর জোবায়দুর রহমান,সাঘাটা প্রেসক্লাব সভাপতি জয়নুল আবেদীন,সাধারণ সম্পাদক আবু তাহের সাংবাদিক জাকিরুল ইসলাম জাকির,সাংবাদিক আনোয়ার হোসেন রানা,সাংবাদিক মশিউর রহমান প্রমুখ।আলোচনা শেষে সমাপনী বক্তব্যে সভাপতি বলেন,সাঘাটা থানা মাদক সন্ত্রাস,জুয়া চুরি,ডাকাতি সহ বিভিন্ন অপরাধ এর বিরুদ্ধে আমার যুদ্ধ। আমি সাঘাটা থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করার পর থেকে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে,ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
প্রকৌশল সহযোগিতায়: মোঃ বেলাল হোসেন
Leave a Reply