“শরষা ফুলে 🥬🍀
নু রে আ ল ম সি দ্দি কী।💓
““““““““““““““
শরষা ফুলে হলদে হাওয়া
বইছে তোমার গায়,
নীল ভোমরা প্রেমে মজেছ
এখন কি হবে উপায়।
শরষা ফুলে মৌ মৌ গন্ধে
ভোমর আসে উড়ে,
ভালোবেসে ছুঁইতে গেলে
উড়িয়ে যায় দুরে।
হলুদ শাড়ির সুখ তোমার
সর্ব অঙ্গ জুড়ে,
নয়ন জুড়িয়ে যায় তোমার
সুতনু ঘোড়াচূড়ে।
হলদে হাওয়া মাতাল করে
আমার হৃদয়ে বয়,,
ধৈর্য ধরে বিবেক দিয়ে
করতে হবে জয়।
প্রকৌশল সহযোগিতায়: মোঃ বেলাল হোসেন
Leave a Reply