অপেক্ষার প্রহর
-এস.কে. মিঠুন সরকার রিপন ।
অপেক্ষার প্রহর এবার হলো ভোর
সাঙ্গ হলো বুলেটের বক্ষভেদি
রক্ত ঝরা অভিযান।
শুধু কিছু প্রাণ গেলো
কাঁদলো আকাশ
কাঁদলো বাতাস
কাঁদলো দীর্ঘ নয় মাস
শহীদ হলো ত্রিশ লক্ষ
তাজা প্রাণ।
অতপর সাঙ্গ হলো
বুলেটের বক্ষভেদি
রক্ত ঝরা অভিযান।
চাপা বুকের দীর্ঘশ্বাস ভেদি
উচ্চস্বরে উচ্চারিল বাংলাদেশ আমার
গড়তে পাগলপারা
হয়ে দিশেহারা
অন্ত্র নিল কাঁধে।
কালো হাত আজ ভেঙ্গে গেলো
প্রলয় নিশান ছিড়ে গেলো
মুক্ত ভূমিতে
মুক্ত পতাকা
উড়লো অবাধে।
থামলো শেষে বারুদের বিভীষিকাময়
ভষ্ম্য অভিযান।
গাজি হলো তারা ফিরে এলো যারা
কন্ঠে নিয়ে বিজয়ের অমর গান।।
প্রকৌশল সহযোগিতায়: মোঃ বেলাল হোসেন
Leave a Reply