বিনোদন ডেস্ক: চলতি বছরের শুরুর দিকে তরুণ ও প্রতিভাবান কণ্ঠশিল্পী সিমার প্রকাশ পায় ‘কাঁচ ভাঙ্গা আয়না’ শিরোনামের গানটি, শ্রোতাপ্রিয় গান হিসেবে সাড়া পায়।
সম্প্রতি এবার সিমা নিয়ে এলেন ‘ওরে মন ভুলে যা’ ইতোমধ্যে গানটি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুযারি) সন্ধ্যায় গানটি মিউজিক ভিডিওসহ প্রকাশ করা হয়েছে গেইম অফ টিউন ইউটিউব চ্যানেলের ব্যানারে। ‘ওরে মন ভুলে যা’ এই গানটি ভিডিও নির্মাণ করেছেন আশিকুর রহমান। গানটিতে অভিনয় করেছেন শিল্পী নিজেই।
গানটি নিয়ে পরিচালক আশিকুর রহমান বলেন, ‘ওরে মন ভুলে যা’ গানটির কথা, সুর,কন্ঠ আমার অনেক ভালো লেগেছে। তবে ভালো লিরিকের গান শোনার শ্রোতা সব সময় আছে। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে। তবে এই গানটি নিয়ে আমি অনেক আশাবাদী। ‘ওরে মন ভুলে যা’ গানটির কথা ও সুর করেছেন সিয়াম সরকার জান। সংগীত পরিচালনা করেছেন পিবি রুদ্র।
নতুন এ গান নিয়ে সিমা বলেন, ‘এটা আমার সবচেয়ে প্রিয় গান। গানটি একটু কষ্টের। আমি সেই আঙ্গিকে কন্ঠ দিয়েছি আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে আজে বাজে গানের বাজার দিনকে দিন আরও বেশি তলানিতে গিয়ে ঠেকছে। আমাদের এই দুঃসময় দূর করার জন্য বেশি বেশি ভালো গান গাওয়া উচিৎ। ভালো গান দিয়েই খারাপ গান গুলোকে বিদায় জানাতে হবে। আমি সব সময় তাই ভালো গানের সাথে থাকতে চাই, এই গানটি তেমন একটি গান। আশা করছি দর্শক খুব ভালো লাগবে।
প্রকৌশল সহযোগিতায়: মোঃ বেলাল হোসেন
Leave a Reply