দুর্বল, চাকর-চাকরানি, স্ত্রী ও চতুষ্পদ জন্তুর ওপর অত্যাচার করা হারাম বা কবিরা গুনাহ। রাসুলে কারিম (সা.) বলেন, ‘যে ব্যক্তি তার গোলামকে শাস্তি দিল এমন কোনো অভিযোগে যা সে করে নাই, তার প্রতিকার হলো তাকে মুক্ত করে দেওয়া।’ (সহিহ মুসলিম, হাদিস : ৩১৩১)
রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আল্লাহ তাআলা ওই সব লোকদের শাস্তি দেবেন, যারা দুনিয়াতে মানুকে কষ্ট দিত।’ (সহিহ মুসলিম, হাদিস : ৪৭৩৪)
প্রকৌশল সহযোগিতায়: মোঃ বেলাল হোসেন
Leave a Reply