বিনোদন ডেস্ক: বর্তমান সময়ে রণবীর কাপুর ও আলিয়া ভাট ভারতের জনপ্রিয় অভিনেতা । নানা সময়েই এই জুটিকে নিয়ে বিয়ের গুঞ্জন শোনা যায়। যা নিয়ে ভক্তদের মনে কৌতুহলের সৃষ্টি হয়। কিন্তু এবার শোনা যাচ্ছে, বাগদান সম্পন্ন করেছেন ইতোমধ্যে এই দুই বলিউড তারকা।
রণবীর-আলিয়া জুটি আগামী বছরের আগেই সেরে ফেলছেন বাগদান। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তারা। ভারতের গণমাধ্যমগুলো এমন খবর প্রকাশ করেছে ।
রণবীর কাপুর ও আলিয়া ভাট অনেকটা গোপনেই আংটিবদল করেছেন, এ বিষয়ে বলিউড হাঙ্গামার দাবি। ৩০ ডিসেম্বর, বুধবার নাকি পরিবার এবং ঘনিষ্ঠদের হাজিরায় বাগদান পর্ব সম্পন্ন করবেন তারা।
জানা গেছে, এ সময় রণবীর ও আলিয়া রয়েছেন রাজস্থানের রণথম্ভোরের আমন হোটেলে । আর সেখানেই হবে আংটি বদল। তাদের সঙ্গে আছেন রিদ্ধিমা কাপুর, নীতু কাপুর, মহেশ ভাটসহ দুই পরিবারের সদস্যরা। আবার অতিথি হিসেবে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং তাদের সঙ্গে আছেন ।
এদিকে করণ জোহরও গোয়ায় নিজের কাজ সেরে রণবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠানে দ্রুতই যোগ দেবেন বলেও জানা গেছে।
প্রকৌশল সহযোগিতায়: মোঃ বেলাল হোসেন
[…] শিরোনাম: আমির সিরাজী গুরুতর অসুস্থ রণবীর-আলিয়া বাগদান সারলেন গোপনেই মুগ্ধ সবাই মৌয়ের নাচে কাঁচা মরিচের […]