অনলাইন ডেস্ক: তাণ্ডব চালাচ্ছে গোটা বিশ্বে আবারও করোনা। করোনা শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে সম্প্রতি যুক্তরাজ্য থেকে ছড়িয়ে পড়া নতুন ধরনরে করোনা। এই নতুন করোনা ইতোমধ্যে ফ্রান্স, স্পেন ও সুইডেনসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে শনাক্ত হয়েছে ।
বিশ্বে ৮ কোটি ১৬ লাখ ৬৯ হাজার ৫২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মৃত্যু হয়েছে ১৭ লাখ ৮১ হাজার ৪৪২ জনের এবং ৫ কোটি ৭৭ লাখ ৯৫ হাজার ৭৮৬ জন সুস্থ হয়েছেন।
১ কোটি ৯৭ লাখ ৮১ হাজার ৬২৪ জন শুধু যুক্তরাষ্ট্রেই এখন র্পযন্ত করোনায় সংক্রমতি হয়েছেন। মৃত্যু হয়েছে , ৩ লাখ ৪৩ হাজার ১৮২ জনের।
ভারত আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে । ১ কোটি ২ লাখ ২৪ হাজার ৭৯৭ জন আক্রান্ত এবং মারা গছেনে ১ লাখ ৪৮ হাজার ১৯০ জন দেশটিতে। ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৭৫ লাখ ৬ হাজার ৮৯০ জন আক্রান্ত, মৃত্যু হয়েছে এক লাখ ৯১ হাজার ৬৪১ জনের ।
প্রকৌশল সহযোগিতায়: মোঃ বেলাল হোসেন
[…] […]