নিজস্ব প্রতিবেদক: আজ ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) দৃষ্টি আই হসপিটাল এর তৃতীয় শাখা উদ্বোধন করা হয়েছে। আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ, দক্ষ অভিজ্ঞ চিকিৎসক দলের সমন্বয়ে বনশ্রী এলাকার জনগোষ্ঠীর কাছে আধুনিক চক্ষু চিকিৎসা সেবাকে আরও সহজলভ্য ও সাবলীল করার উদ্দেশ্যে।
চোখের বিভিন্ন বিশেষজ্ঞ একদল তরুণ, উদ্যেমী চিকিৎসকের সমন্বয়ে টিমওয়ার্কের প্রত্যায় এবং অত্যাধনিক ডায়াগনস্টিক ও অপারেশনের যন্ত্রপাতির সহযোগীতায় আপনাদের দোরগোড়ায় মানসম্মত চক্ষু সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এই যাত্রা।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৃষ্টি আই হসপিটালের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৩ নং ওয়ার্ড , ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলার মাকসুদ হোসেন মহসিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৪ নং ওয়াড, ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের কাউন্সিলার আলহাজ জাহাঙ্গীর হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বনশ্রী কল্যাণ সমিতির সভাপতি, মো: আবুল কালাম ,বনশ্রী কল্যাণ সমিতির সেক্রেটারি নুরুল কবির নীর, রামপুরা থানার (ওসি) আব্দুল কুদ্দুস ফকির, ফরাজী হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান, ডা. ইমন ফরাজী প্রমুখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্তিত ছিলেন চিকিৎসক বৃন্দ ।
প্রকৌশল সহযোগিতায়: মোঃ বেলাল হোসেন
Leave a Reply