ক্রীড়া ডেস্ক : ম্যাচের শেষ দিকে দাপুটে ব্যাটিংয়ে বরাবরই নজর কাড়েন দক্ষিণ আফ্রিকার হার্ডহিটার ডেভিড মিলার। ‘কিলার’ মিলার নামে পরিচিত এ ব্যাটসম্যান বর্তমান সময়ের অন্যতম সেরা আক্রমণাত্মক ব্যাটসম্যান। আগ্রাসী ব্যাটিংয়ে ডেথ ওভার লন্ডভন্ড করে দেওয়ার কাজটাই করেন প্রোটিয়ান।
তবে সব সময় ম্যাচ ফিনিশ করতে পারেন না। তীরে এসে তরী ডুবানোর একাধিক রেকর্ড আছে তার। ফিনিশিংয়ে দূর্বলতা কাটিয়ে পরিপক্ক হতে চান মিলার। এজন্য অনুসরণ করছেন ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে। ভারতের সর্বকালের সেরা অধিনায়ককে বলা হয় মিস্টার ফিনিশার। শেষ পর্যন্ত ম্যাচ টেনে নেওয়া এবং চোখের পলকে ম্যাচ বের করে নেয়ার অসাধারণ দক্ষতা ধোনির। এজন্য ধোনিকে অনুসরণ করছেন মিলার।
আইপিএলের দল রাজস্থান রয়্যালসের এ ক্রিকেটার বলেন, ‘আমি মনে করি খেলার ধরণের দিক থেকে আমরা প্রত্যেকেই ভিন্ন। তবে আমি ধোনির খেলা খুব পছন্দ করি। বিশেষ করে তার ধৈর্য ও দৃঢ়তা। তাকে দেখলে মনে হয় তার মতো করেই ম্যাচটা এগিয়ে যাচ্ছে।
মাঠে তার বিচরণ, যেভাবে ম্যাচটিকে সাজায় মনে হয় সবকিছু তার নিয়ন্ত্রণে। এটা আমাকে খুব মুগ্ধ করে। আমি তার মতো করে ব্যাটিং করতে চাই। যেভাবে সে ম্যাচ ফিনিশ করে সেভাবেই আমি ম্যাচ শেষ করত চাই। টেকনিক এবং সামর্থ্যে আমরা একে অপরের থেকে ভিন্ন। তবে তাকে অনুসরণ করে এগিয়ে যাওয়া যাবে নিশ্চিত করে বলা যায়।’
আইপিএলে নয় বছর কিংস ইলাভেন পাঞ্জাবের হয়ে খেলেছেন মিলার। পাঞ্জাবের জার্সিতে ২০১৩ সালে ১২ ম্যাচে ৪১৮ রান করেছিলেন। ওই আসরে ৩৮ বলে ১০১ রান করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। দলবদল করে এবার রাজস্থানে মিলার।
নতুন দলে নিজের ব্যাটিং পজিশন নিয়ে মিলারের ব্যাখ্যা, ‘মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে আমাকে বিভিন্ন সময়ে, বিভিন্ন পরিস্থিতিতে ব্যাটিংয়ে আসতে হয়। এ জন্য দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। কখনো ওভারপ্রতি ১২ রান করে প্রয়োজন হয়। কখনো সেটা ১৪ রান। এ জন্য মানিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ।
প্রকৌশল সহযোগিতায়: মোঃ বেলাল হোসেন
Leave a Reply