চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম থেকে নির্দিষ্ট সময়ে সিলেটের উদ্দেশে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ছেড়ে গেছে বলে জানিয়েছেন চট্টগ্রামস্থ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা এম শাহনেওয়াজ।
তিনি জানান, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় ট্রেনটি ছেড়ে গেছে। সিলেটের ভাটেরা রেলওয়ে স্টেশনের কাছে তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকলেও চট্টগ্রাম থেকে সব ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ভাটেরা স্টেশনের দুর্ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই রেললাইন মেরামত হয়ে যাবে বলে আশা করছেন রেলওয়ে কর্মকর্তারা।
প্রধান পরিবহন কর্মকর্তা এম শাহনেওয়াজ আরও জানান, পাহাড়িকা ট্রেনটি ভাটেরা পৌঁছানোর পূর্বেই সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে যাবে এবং নির্দিষ্ট সময়েই পাহাড়িকা গন্তব্যে পৌঁছাবে বলে আশা করা যায়।
প্রকৌশল সহযোগিতায়: মোঃ বেলাল হোসেন
[…] […]