কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি : বুধবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় ভ্রাম্যমান আদালতের রায়ে এক প্রতারক চিকিৎসকের ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। একই আদালতের রায়ে ওই চিকিৎসকের সহযোগিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দন্ডপ্রাপ্তরা হলেন, রাকেশ মজুমদার ও তার স্ত্রী মুন মজুমদার। এদের বাড়ী নড়াইল জেলা সদরে। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত শেখ নুরুল আলম। দীর্ঘ দিন যাবৎ রাজবাড়ীর কালুখালী উপজেলার পশ্চিম রতনদিয়া এলাকায় পাইলস্ চিকিৎসার নামে প্রতারনা ব্যবসা পরিচালনা করে আসছিলো রাকেশ মজুমদার ও তার স্ত্রী মুন মজুমদার ।
বিষয়টি জানতে পেরে বুধবার কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম ওই দোকানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আল মামুন কালুখালী উপজেলা নির্বাহী অফিসারকে সহায়তা করেন।
অভিযানকালে রাকেশ মজুমদার ও তার স্ত্রী মুন মজুমদার এর প্রতারনা ব্যবসা প্রমানিত হলে তারা দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত শেখ নুরুল আলম পরিচালিত ভ্রাম্যমান আদালতে তাদেরকে জেল ও জরিমানার রায় প্রদান করে।
প্রকৌশল সহযোগিতায়: মোঃ বেলাল হোসেন
Leave a Reply