বিনোদন ডেস্ক: মাত্র দশ মিনিট আগেই ফেসবুক লাইভে আসেন ভোজপুরি অভিনেত্রী অনুপমা পাঠক। তারপরই নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। ৪০ বছর বয়সী এ অভিনেত্রী গত ২রা আগস্ট আত্মহত্যা করেন বলে মুম্বই পুলিশের ধারণা।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অনুপমার মুম্বইয়ের বাড়িতে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, গত ২ আগস্ট আত্মহত্যা করেছেন তিনি। এর আগে দশ মিনিট ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। এতে নিজের দুঃখের কথা প্রকাশ করেন এবং কাউকে বিশ্বাস না করার জন্য ভক্তদের বলেন।
অনুপমা বলেন, যদি কোনো সমস্যার মুখোমুখি হন এবং আত্মহত্যার কথা চিন্তা করেন, যত কাছের বন্ধুই হোক আপনাকে ছেড়ে চলে যাবে। কারণ আপনার মৃত্যুর পর তারা কোনো ঝামেলায় জড়াতে চায় না।
প্রকৌশল সহযোগিতায়: মোঃ বেলাল হোসেন
Leave a Reply