অনলাইন ডেস্ক: মহামারি করোনায় গত ২৪ ঘণ্টায় ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৫৪৭ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৩৪ জনের। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬২ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৭২৫ জন।
আরও পড়ুন: বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে রেল কমকর্তাসহ তিনজনের মৃত্যু
শুক্রবার কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৬০ জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় মৃত ৫১ জনের মধ্যে পুরুষ ৪০ জন এবং নারী ১১ জন।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর থেকে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
প্রকৌশল সহযোগিতায়: মোঃ বেলাল হোসেন
[…] তাণ্ডব চালাচ্ছে গোটা বিশ্বে আবারও করোনা। করোনা শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে […]